আমি আল্লাহর ফরমান-আমি মুক্ত মুসলমান
আমি বলবোই বারবার-“আল্লাহু আকবার”
“আল্লাহু আকবার”
“আল্লাহু আকবার”
মুসলিম আজ এক হয়ে সব
প্রতিবাদের ঝড় তোল,
কন্ঠের সব জড়তা ছাড়িয়ে,
আল্লাহু আকবার বলো।
বিশ্বের সকল মুসলমানের কণ্ঠে আওয়াজ উঠুক “
#আল্লাহুআকবার
এই আল্লাহু আকবারের ধ্বনিতেই গৌর গোবিন্দের প্রাসাদ চূর্ণ বিচূর্ণ করেছিলেন শাহ্ জালাল রহঃ!
অতি শীগ্রই আবার এই আল্লাহু আকবারের ধ্বনিতেই হিন্দুস্তানে ইসলামের বিজয় সুনিশ্চিত হবে।
ইনশাআল্লাহ!
সাহসী বোন। হজরত আয়শা, খাদিজা রা.দের যোগ্য উত্তরসূরী।শত শত লোকের জয় শ্রীরাম ধ্বনির সম্মুখে যার আল্লাহু আকবার শ্লোগাণ হয়ে উঠেছে পারমাণবিক বোমার চেয়েও তীব্র।
কোথায় সেই নারীবাদীরা! যারা নারী স্বাধীনতার বুলি আউরে নিজেদের স্বার্থ হাসিলের ধান্দায় থাকে!
অন্যায় যেখান আছড়ে পড়ে! এমন সাহসী প্রতিবাদ সেখানে কর্তব্য হয়ে যায়।
স্যালুট সেই ভারতীয় বোনকে।
“হিজাব আমার অহংকার হিজাব আমি পড়বোই।
হিজাবের জন্য লড়াই আমি জীবন দিয়েও করবোই।
আমার ধর্ম আমার অধিকার।
আমি মুসলিম, হিজাব আমার অলংকার।
তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি।
জীবনের চেয়ে ধর্ম আমার অনেক বেশি দামি।
বাঁধা দেইনি আমরা তোমাদের, তোমরা কেন দিচ্ছো?
লড়াই করে কেন আমাদের অধিকার কেড়ে নিচ্ছো?
আমি মুসলিম, আমি নারী, আমি প্রতিবাদী।
আমার ভূষণ, আমার পোশাক পরার আমি একচ্ছত্র অধিকারী।
হিজাব আমার পরিচয়, হিজাব আমার আত্মসম্মানের অংশ।
হিজাবে আঘাত করলে করে দিতে পারি সব ধ্বংস।
আমার ধর্ম, আমার অধিকারে আঘাত করলে গর্জে আমি উঠবোই।
ঝড়ের চেয়েও অধিক বেগে লড়বো আমি, লড়বোই।
হিজাব কোনো কাপড়ের টুকরো নয়, হিজাব আমার সত্তার পরিচয়।
হিজাবের জন্য যুদ্ধে নামবো, এই আমি দৃঢ় প্রতিজ্ঞা!”
~লিল্লাহি তাকবির
আল্লাহুআকবার
হিজাব পরিধান আন্দোলন এর সৈনিক, ভারতীয় তরুণী কলেজছাত্রী মুসকানের যৌক্তিক বক্তব্য, কর্ণাটক রাজ্যের কোর্ট হিজাবের পক্ষে রায় দিয়েছে, আলহামদুলিল্লাহ।
রাসুল (ﷺ) বলেনঃ
যে ব্যক্তি লা-ইলাহ ইল্লাল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিমঃ৪৩)
#আল্লাহুআকবার
#হিজাব
#মুসকান
#কর্নাটকভারত