কোন সময়ে আল্লাহ ‘তালা পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন?
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মহামহিম আল্লাহ্ তা’আলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে
পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেনঃ কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে,
আমার নিকট চাইবে। আমি তাকে তা দিব। কে আছে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব।
সহিহ বুখারী, হাদিস নং ১১৪৫
হাদিসের মান: সহিহ হাদিস
আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল আরবা‘ই: মিন্ ‘ইলমিন লা- ইয়ানফা‘উ মিন্ কলবিন লা- ইয়াখশা‘উ ওয়ামিন্ নাফসিন লা- তাশবা‘উ ওয়ামিন দু‘আ-য়িন লা- ইউসমা‘উ’’(অর্থাৎ- হে আল্লাহ! আমি চারটি বিষয়ে তোমার কাছে আশ্রয় চাইঃ
১/যে জ্ঞান কোন উপকারে আসে না,
২/যে অন্তর ভীত-সন্ত্রস্ত হয় না,
৩/যে আত্মা তৃপ্ত হয় না এবং
৪/যে দু‘আ কবূল হয় না।)।
(আহমাদ, আবূ দাঊদ ও ইবনু মাজাহ)[১]
মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২৪৬৪
হাদিসের মান: সহিহ হাদিস
তুমি যেখানেই থাকো না কেনো, আল্লাহকে ভয় করো, এবং পাপের পর পুন্য করো,যা পাপকে মুছে ফেলবে। আর মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো।
তিরমিজি :১৯৮৭ রিয়াদুস -স্বা -লিহীন :৬২
[আল বাকারাঃ আয়াত নং 40]
يٰبَنِىٓ إِسْرٰٓءِيلَ اذْكُرُوا نِعْمَتِىَ الَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا بِعَهْدِىٓ أُوفِ بِعَهْدِكُمْ وَإِيّٰىَ فَارْهَبُونِ
অর্থঃ হে বনী-ইসরাঈলগণ, তোমরা স্মরণ কর আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি এবং
তোমরা পূরণ কর আমার সাথে কৃত প্রতিজ্ঞা, তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব। আর ভয় কর আমাকেই।