মানসিক শান্তি কিভাবে পেতে পারি ?
আমার মনে হয় জীবন খুব ছোট্ট আর এই ছোট্ট জীবন এমন মানুষদের সাথে কাটানো উচিত যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে।
আপনার টাকা নেই,আপনার বাড়ি নেই,গাড়ি নেই,সৌন্দর্য নেই,প্রভাব প্রতিপত্তি নেই তা সত্ত্বেও আপনাকে ভালোবাসে।
যাদের সাথে থাকলে আমরা স্পেশাল ফিল করি,যাদের সাথে থাকলে নিজেকে অন্য অনেক মানুষ থেকে বেটার মনে হয়,
যারা আমাদের ফিল করায় আমরা সেরা, তাদের সাথেই আমাদের সময় এবং জীবন কাটানো উচিত।
মোটকথা হলো,যাদের সাথে কথা বলার আগে আপনার ভেবে কথা বলতে হয়
তাদের সাথে চলা উচিত নয়।সম্পর্ক থাকবে নিট এন্ড ক্লিন।কাঁচের মত স্বচ্ছ। এটাতে কোনো ধোয়াশা রাখা যাবেনা।
যখন বুঝতে পারবেন কেউ আপনার কাছে এসেছে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সসম্মানে তাকে যেতে দিন।
পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন ভালো মানুষের সঙ্গ।মানসিক শান্তির চেয়ে বড় কিছু নেই।
মন্দ এবং স্বার্থান্বেষী মানুষেরা কখনো আপনার মানসিক শান্তির কারণ হবেনা।বরং তারা হবে অশান্তির কারণ।
মন্দ মানুষগুলোকে জীবন থেকে ছাটাই করুন,আপনার সাথে যে ভুল কাজগুলো করেছে সেগুলোর জন্য ক্ষমা করে দিন,কিন্তু দূরে থেকে।
তারা সাহায্য চাইলে সাহায্য টা কাছে থেকেই করুন।কিন্তু করে দেয়ার পর যতটুকু দূরত্ব বজায় রাখা যায় ততই ভালো।
গণনা করে যদি দেখেন আশেপাশে এমন মানুষের সংখ্যা খুব কম যারা আপনাকেই ভালোবাসে অন্য কিছুকে নয়,
তাহলে এই অল্প সংখ্যক মানুষ নিয়েই জীবন কাটিয়ে দিন।এক বালতি দুধের মধ্যে ১ ফোটা চনা পড়লে যেমন দুধটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তেমনি
আপনার জীবনকে নরক বানিয়ে দিতে অসৎ একটা মানুষই যথেষ্ট।
ভালো মানুষদের সাথে চলাচল করার আগে একবারও ভাববেন না।মন্দ মানুষদের সাথে চলাচল করার আগে,
তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণের আগে হাজার বার ভাববেন। আল্লাহ তা’লা সকলকে ভালো রাখুক,
মানসিক শান্তির উৎস খুঁজে পাক সেই কামনা করি।আমার জন্যও দোয়া করবেন যেন আমি সবসময় এমনই মানসিকভাবে শান্তিতে থাকতে পারি।