হেদায়েত পাওয়ার পর এর অভিজ্ঞতা
হেদায়াত পাওয়ার চেয়ে হেদায়াত রক্ষা করা কঠিন।
ইমান কিছু দিন,বা কিছু সময়ের ব্যাপার না ,এটা প্রত্যেকটা মুহুর্তের বিষয়।
ইমান ঠিক রাখার জন্য সবসময় নিজের নফ্স কে নিয়ন্ত্রণ এ রাখতে হবে।
শুধুমাত্র ইলম অর্জন করার পেছনে ছুটলে হবে না, ইলম অনুযায়ী আমল ও করতে হবে।
পর্দা শুধুমাত্র পোশাকে নয়, পোশাকের সাথে সাথে চোখ, মন, কানেও পর্দা জরুরী।
দ্বীনের উপর অটল থাকার ক্ষেত্রে পরিবেশ অনেক গুরত্বপূ্র্ণ ভুমিকা পালন করে।
যে কোনো পরিস্থিতি আসুক না কেন,
আ ল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় যে নেয়ামত টি পেয়েছেন তা ভুলে যাবেন না, তা ধরে রাখতে হবে ও এর জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ইন শা আল্লাহ, আল্লাহ পথ সহজ করে দিবেন।
“আমি গোপনে ও প্রকাশ্যে যাই করছি সে বিষয়ে আল্লাহ সর্বদা অবগত থাকেন”
এটা শুধু বিশ্বাস ই নয়।
বিশ্বাসের সাথে সাথে অনুভব করতে পারলে,যে কোনো পাপ কাজ থেকে বিরত থাকা সম্ভব ইনশাআল্লাহ।
সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, ক্ষমা ও সাহায্য প্রার্থনা করতে হবে।
আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ও সকল মুসলিম ভাই বোনদের দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমীন। জাযাকাল্লাহু খাইরান।