💖আসসালামু আলাইকুম
বিসমিল্লাহির রাহমানির রাহীম بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
আপনি কি পাপ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন?
আপনি কি পাপ থেকে মুক্তি পেতে পাচ্চেন ?
আপনি কি জানেন না কীভাবে ক্ষমা চাইতে হয় ?
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না—
১. সেই চোখ, যা আল্লাহর ভয়ে অশ্রুপাত করে; ২. সেই চোখ, যা আল্লাহর রাস্তায় পাহারারত থাকে।’’ (তিরমিযি: ১৬৩৯)
অন্য হাদিসে এসেছে, ‘‘সাত (শ্রেণির) মানুষকে আল্লাহ তাঁর (আরশের) ছায়ায় আশ্রয় দিবেন; যেদিন তাঁর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। (তাদের একজন হলো,)
ঐ ব্যক্তি, যে একাকী-নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে (আল্লাহর ভয়ে) তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়।’’ (সহিহ বুখারি: ৬৬০)
ইবনুল কয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘গোনাহগারদের কান্না আল্লাহর নিকট তাসবিহ পাঠকারীর তাসবিহ পাঠের চেয়েও বেশি প্রিয়।’ (মাদারিজুস সালিকিন: ১৭৭-১৭৮)
কখনো মানসিকভাবে যন্ত্রণা অনুভব করলে কয়েকটি আমল করতে পারেন।
১। কেঁদেকেটে দু’আ করা;
২। কুরআনুল কারিম তিলাওয়াত করা;
৩। সালাত আদায় করা;
৪। নিরবে-নিভৃতে আল্লাহর যিকর করা;
৫। আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করা।
৬। বেশি পরিমাণে ‘ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম’ পড়তে থাকা।
৭। দু’আ ইউনুস পড়া।
মাঝেমাঝে কাঁদা ভালো, মন ফ্রেশ হয়, অন্তর নরম হয়, নেক আমলের আগ্রহ তৈরি হয়। অধিকন্তু, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা একটি গুরুত্বপূর্ণ নেক আমলও।
আল্লাহ তালা আমাদের সবকিছু মেনে সঠিক আমল করার তাওফিক দান করুন । (আমীন )