1)যে স্বামী তার স্ত্রীকে কোরঅানের এলেম শিখাবে, এবং নিজেও শিখবে এবং সে অনুযায়ী আমল করবে আল্লাহপাক মৃত্যুর পর তাদেরকে জান্নাত দান করবেন।
2)যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু
দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে,
প্রতিটা চুমুর বিনিময়ে ১০০ টা নেকি তাদের আমলনামায় লিখা হয়।
—মুসনাদে আহমদ (স্বামী স্ত্রী অধ্যায়)☆
3) যে স্বামী তার স্ত্রীর নিকট গমন করে
এবং শারীরিক মিলনের আগে ২ রাকাত নামাজ পড়ে নেয় ও রাসুল সঃ
এর সুন্নত মতো স্ত্রীর সাথে শারীরিক মিলন করে তাদের প্রতিবার মিলনে একটি উট কুরবানি করার সওয়াব তাদের উভয়ের আমল নামায় লিখা হয়।
–বায়হাকী ( স্বামী স্ত্রী ও পারিবারিক অধ্যায়)..☆
4/রাসূলুল্লাহ ( ﷺ) বলেছেনঃ
“মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহর সন্তোষ লাভের উপায়”
—–(সুনান নাসাঈঃ-০৫)—–
5/রাসূল (সঃ) বলেছেন”যে ব্যক্তি জুমার দিন ‘সূরা আল-কাহাফ’ পড়বে তার ঈমানের নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে”
সহীহ সুনানুল কুবরা লিল বায়হাক্বী:৫৯৯৬
6/রাসূল (সঃ) বলেছেন”যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠাতে ভুলে যায়,সে যেন জান্নাতের পথই ভুলে যায়”
ইবনে মাজাহ হাদীস:৯০৮(ই.ফা.বা)
7● “যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।”
[বায়হাকি, সুনানে সুগরা, হাদিস : ৬০৩ ]
8/রাসূল (স:) বলেছেন;
সুসংবাদ তার জন্য,
যার হিসাবের খাতায় বেশি ইস্তিগফার পাওয়া যাবে।
সুনানে ইবনু মাজাহ: ৩৮১৮
9👉.প্রতিরাতে সূরা মুলক পাঠ করুণ এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই, সহিহ তারগিব, হাকিম হাদিস নং- ৩৮৩৯,
সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ১১৪০।
10.👉রাসুল (সাঃ)-এর উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল (সাঃ)-এর সুপারিশ পাবেন। তবরানি, সহিহ তারগিব, হাদিস নং- ৬৫৬
11.👉সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ্, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু,
লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর পাঠ করলে অগণিত সওয়াব হবে। নাসাই, সহিহ তারগিব, হাদিস নং- ৬৫১।
12👉মহানবী সা: বলেছেন “ কোন স্ত্রী যদি তাঁর স্বামীর অধিকার সম্পর্কে জানতো, দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো ।”
ছহীহুল জামে ৫২৫৯, তাবরানী।
13। রাসূল বলেছেন: “যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে না। – সহীহ আল্ জামে
14/যে ব্যক্তি সূরা কাহাফ এর প্রথম ১০ আয়াত মুখস্ত করবে তাকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করা হবে।
(মুসনাদে আহমাদ, ১৯৬)
15. আল্লাহ নিয়ামতের বহিঃপ্রকাশ দেখতে চান : আল্লাহ মানুষকে যে সম্পদ ও সামর্থ্য দান করেছেন ব্যক্তির জীবনাচারে তার বহিঃপ্রকাশ দেখতে চান।
এ জন্য সাহাবি মালিক বিন আউফ (রা.)-এর শরীরে মলিন পোশাক দেখে রাসুলুল্লাহ (সা.) বলেছিলেন,
‘যখন আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন তখন তোমার ওপর তাঁর নিয়ামতের ছাপ থাকা চাই।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৫২৯৪)
16//”কিয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে, তারা হলেন ঐসব ব্যক্তি যারা সুখে- দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করনে।”
[মিশকাতুল মাসাবিহ, ২৩০৮]
17//রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ‘‘কোন আমলটি সর্বোত্তম ?’’ তিনি বলেন, ‘‘সর্বোত্তম আমল হলো,
তুমি যখন মৃ’ত্যুবরণ করবে, তখনও তোমার জিহ্বা আল্লাহর যিকরে আর্দ্র/সিক্ত থাকবে।’’ [ইমাম ইবনু হিব্বান, আস-সহিহ: ৮১৮]
18//কোনো এক রাতে কুরআনুল কারীমের অক্ষরগুলো উঠিয়ে নেয়া হবে। সকালে মানুষ কোরআন শরীফ খুলে দেখবে পৃষ্ঠাগুলো খালি পড়ে আছে, কালির একটি অক্ষরও নেই সেখানে।
তড়িঘড়ি করে সবাই ঐ সকল লোকদের কাছে ছুটে যাবে যাদের কোরআন মুখস্থ। কিন্তু তারা অনেক চেষ্টা করেও একটি আয়াতও স্মরণে আনতে পারবে না।
[-সুনানে দারেমী হাঃ নং ৩২০৯-]🌻
19//রাসূল (স:) বলেছেন;
সুসংবাদ তার জন্য,
যার হিসাবের খাতায় বেশি ইস্তিগফার পাওয়া যাবে।
সুনানে ইবনু মাজাহ: ৩৮১৮
20//রাসূল (সঃ) বলেছেন”যে ব্যক্তি জুমার দিন ‘সূরা আল-কাহাফ’ পড়বে তার ঈমানের নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে”
সহীহ সুনানুল কুবরা লিল বায়হাক্বী:৫৯৯৬
রাসূল (সঃ) বলেছেন”যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠাতে ভুলে যায়,সে যেন জান্নাতের পথই ভুলে যায়”
ইবনে মাজাহ হাদীস:৯০৮(ই.ফা.বা)
21//রাসূল (সাঃ) বলেছেন,
মানুষ তার পাপকাজের কারণে তার প্রাপ্য রিযিক থেকে বঞ্চিত হয় |
[ইবনে মাজাহ:৪০২২]
22//যে ব্যক্তি সুরা ইখলাস দশবার পড়বে,আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন! 🕋
❏ সহিহ জামে:৬৪৭২
23//”যে ব্যক্তি কুরআনকে সামনে রেখে তাঁর অনুসরণ করবে,
কুরআন তাকে জান্নাতে নিয়ে যাবে।”🌸
———-[সহীহ ইবনে হিব্বান : ১২৪]
24//আল্লাহ ছাড়া কাউকে সিজদাহর অনুমতি নেই। সিজদাহ পাবার একমাত্র হকদার হলেন আল্লাহ।
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক্ষেত্রে একটি মেটাফোর ব্যবহার করেন। তিনি বলেন:
“আমি যদি কোনো মানুষকে সিজদাহ করার অনুমতি দিতাম, তবে স্ত্রীদেরকে নির্দেশ দিতাম স্বামীদেরকে সিজদাহ করার।
কেননা, আল্লাহ স্ত্রীদের ওপর স্বামীদের অধিকার দিয়েছেন।” [সুনানে আবু দাউদ: ২১৪০, জামে আত-তিরমিজি: ১১৫৯, সুনানে ইবনে মাজাহ: ১৮৫২]
25//আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ ইয়া আল্লাহ্! আমি অপারগতা,
অলসতা, কৃপণতা, চরম বার্ধক্য এবং জীবন ও মরণের ফিতনা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৫৪৪৮
হাদিসের মান: সহিহ হাদিস
26//রাসুল(সাঃ)বলেছেন-যে ব্যক্তি কিয়ামতের দিন আমলনামা দেখে খুশী হতে চায়-সে যেন বেশী-বেশী ইস্তেগফার পড়ে-
——————-
সিলসিলা সহিহা২২৯
27//রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রত্যেক নরম মন ভদ্র এবং মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম।”
[মুসনাদে আহমদ-৩৯৩৮]
28//নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
’’যে ব্যাক্তি ইসলামের জ্ঞান শিক্ষা দিবে, সে তদানুযায়ী আমলকারীর অনুরূপ প্রতিদান লাভ করবে। এতে আমলকারীর প্রতিদান কোন অংশে কম হবে না।’’☺️❤️🩹
-(ইবনু মাজাহ্ ২৪০)❤️
29//হজরত আয়েশা [রা.] হতে বর্ণিত, তিনি বলেন,রাসুল [সা.] বলেছেন, ❝স্বল্প খরচের বিয়ে সর্বাপেক্ষা বরকতময়।❞
[বায়হাকি: ৬৫৬৬]
30//ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমাদের মধ্যে একে অপরের দামের উপর দাম বাড়িয়ে যেন কোন বস্তু ক্রয় না করে।
(ই.ফা. ৩৬৬৯, ই.সে. ৩৬৬৯)