বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
হেদায়েতের জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া চাইতে হয় ?
আমরা চাইলে আল্লাহর কাছে নিজেদের হেদায়েত এর জন্য এইভাবে দোয়া করতে পারি,
“আল্লাহ, আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে,
কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি,
কার নামে সমালোচনা করেছি, কাকে দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।
আল্লাহ আপনি এখন আমাকে এমনভাবে তৈরি করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি।
আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম ঢুকিয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন।
ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন। কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন।
কোন খারাপ কিছু হয়ে যাওয়ার আগেই আমাকে সেখান থেকে সরিয়ে ফেলুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন।
আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুণ।
ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি
তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ। আমীন
_ তুমি যদি তাদের সেই সময়ের অবস্থাটি অবলোকন করতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে।
তখন তারা বলবেঃ হায়! কতই না ভাল হত আমরা যদি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম, আমরা সেখানে আমাদের রবের নিদর্শনসমূহকে অবিশ্বাস করতামনা এবং আমরা ঈমানদার হয়ে যেতাম!
যে সত্য তারা পূর্বে গোপন করেছিল তা তখন তাদের নিকট সুস্পষ্ট রূপে প্রতিভাত হয়ে পড়বে, আর যদি তাদেরকে সাবেক পার্থিব জীবনে ফিরে যেতেও দেয়া হয়,
তবুও যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা তা’ই করবে, নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী।{সূরা আনআম,আয়াতঃ ২৭,২৮}