একজন আদর্শবান স্ত্রীর মধ্যে যে চারটি গুণ থাকা আবশ্যক!
■■ একজন স্ত্রীর মধ্যে চারটি গুণ থাকা আবশ্যক!!
■■ একজন স্ত্রীর মধ্যে যে চারটি গুণ থাকা আবশ্যক সেগুলো হলোঃ
●● ০১. চেহারায় লাজুকতা থাকাঃ
বলাবাহুল্য, যে নারীর চেহারায় লাজুকতা থাকবে, তার অন্তরেও নিশ্চিত লজ্জা থাকবে। প্রবাদে বলে, “চেহারা হচ্ছে মনের আয়না!
” কেননা, চেহারায় তাই ফুটে ওঠে, যা অন্তরে বিদ্যমান থাকে ৷ চেহারায় লজ্জা থাকলে বোঝা যাবে তার অন্তরেও লাজুকতা রয়েছে।
■হযরত আবু বকর সিদ্দিক(রাঃ) এর বিখ্যাত বাণীঃ
——-“পুরুষদের জন্য লজ্জা উত্তম, আর নারীদের জন্য লজ্জা অতি উত্তম!”
●● ০২. মুখে মিষ্টতা থাকাঃ
অর্থাৎ সে সব সময়ই সবার সাথে সুন্দর ও নরম ভাবঃ কথা বলবে। যাতে তার কথা শুনলে মন জুড়িয়ে যাবে।
স্বামীর সাথে কখনোই কড়া ভাষায় কথা বলবে না। বাচ্চাদেরকে ধমক দেবে না। সবসময় শান্ত ও মিষ্টি সুরে কথা বলবে। আচরণ এবং উচ্চারণে মাধুর্য থাকবে।
●● ০৩. অন্তর সৎ হওয়া
■■ ০৪. হাত সর্বদা কাজে ব্যস্ত থাকা। অর্থাৎঃ নিজেকে সব সময়ই কাজের মধ্যে নিয়োজিত রাখা!
■■যার মধ্যে এই গুণগুলো থাকবে, সে-ই উত্তম স্ত্রী হিসেবে গণ্য!
——-(শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী (হাফিঃ)”
[তাকওয়া ও আত্মশুদ্ধি, পৃ. ৩৬; অনু: আবু জারীর আবদুল ওয়াদুদ, মাকতাবাতুল আযহার]
■মহান আল্লাহ তা’আলা আমাদের সবাইকে সঠিক এবং পরিপূর্ণ ভাবে জানার, বোঝার এবং
মেনে চলার তাওফীক দান করুন এবং আমাদের সবাইকে ক্ষমা, কবুল ও হিফাযত করুন (আ-মীন)।।