ইমাম মাহদী (আ) এর পরিচয়:
ইমাম মাহদী (আ) এর কপাল হবে প্রশস্ত, খাড়া নাক এবং তাঁর ডান গালে একটা তিল থাকবে। (আবু দাউদ)।
তাঁর নাম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের অনুরূপ । তাঁর পিতার নাম রাসূলুল্লাহ (সা) এর পিতার নাম সদৃশ হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,“যদি দুনিয়ার জীবনের কেবল একদিন বাকী থাকে তবে আল্লাহ তাআলা সেই দিন দীর্ঘায়িত করবেন
এবং একজনকে আমার বংশ থেকে প্রেরণ করবেন, তার নাম হবে আমার নাম এবং তাঁর পিতার নামটিও আমার পিতার নামের মতো হবে।”(তিরমিযী,
আবু দাউদ)। ইমাম মাহদী (আ) পূর্বের কোন একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। পূর্ব দিক বলতে মদীনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বুঝানো হয়েছে।
রাসূলুল্লাহ (সা) বলেন,“তিন জন লোক গুপ্তধনের জন্য ঝগড়া করবে। প্রত্যেকেই হবে খলীফার পুত্র। কেউই তা দখল করতে পারবেনা।
অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে। তারা ব্যাপক হত্যাকান্ড চালাবে,
তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়আত করবে। যদি বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, তারপরেও তোমরা আসবে। কেননা তিনি হলেন আল্লাহর খলীফা মাহদী।”
ইমাম মাহদী (আ) এর আত্মপ্রকাশ কবে বা কখন হবে?
ইমাম মাহদী (আ) এর আগমণ নিয়ে প্রত্যেকটি যুগেই চলছে ভবিষ্যৎ বানী। যদিও নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানেন না যে ইমাম মাহদী (আ) ঠিক কখন আসবেন ।
ইমাম মাহদী (আ) এর আগমণ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আত্মপ্রকাশ করে এই মুসলিম উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন ।
আমাদের ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী-শরীয়তের মাধ্যমে বিচার-ফয়সালা করবেন। জুলুম-নির্যাতন পৃথিবী থেকে দূর করে ন্যায়-ইনসাফ দ্বারা তা পরিপূর্ণ করবেন ।
মুসলিম উম্মাহ তাঁর সময়ে বিরাট কল্যাণের ভিতর থাকবে।রাসূলুল্লাহ (সা) বলেন,“আমার উম্মাতের মধ্যে শেষ যামানায় একজন খলীফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন-সম্পদ বিতরণ করবেন।”
ইমাম মাহদী (আ) ৫ বছর বা ৭ বছর বা ৯ বছর শাসন করে মৃত্যু বরণ করবেন।