ইসলামিক মোটিভেশন
কেউ আমাকে পছন্দ না করলে—কী যায় আসে,
আমার আল্লাহ্ তো—পছন্দ করেই বানিয়েছেন,
কেউ আমার সাথে—কথা না বললে কি যায় আসে,
যখন সুরা ফাতেহা পড়ি—তখন আমার আল্লাহ্ তো কথা বলেন,
কেউ আমাকে ভালো না বাসলে—কি যায় আসে,
মহান আল্লাহ্ ও তাঁর রাসূল তো—ভালবাসেন,
কেউ আমাকে লাইক না করলে—কি যায় আসে,
জান্নাতের হুর তো—ঠিকিই অপেক্ষায় আছেন,
কেউ আমাকে মহব্বত না করলে—কি যায় আসে,
রহমতের ফেরেশতা তো ঠিকই—সম্মান করেন,
দুনিয়া আমার দিকে না তাকালে—কি যায় আসে,
জান্নাত তো ঠিকই আমার জন্য—অপেক্ষায় আছে,
আমি যখন বলি এই জীবনে—এত কষ্ট কেন—-তখন আমার সৃষ্টি কর্তা বলেন
নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি (সূরাঃ আল ইনশিরাহ্) আলহামদুলিল্লাহ
“””””” বিয়ে তাকে নয়…..
যে আমার পুরো পৃথিবীকে পূর্ণ করবে।
“বরং বিয়ে তাকে করবো…..
যে আমার দ্বীনকে পূর্ণ করবে।
“”” বিয়ে তাকে নয়……
যে আমাকে দামি দামি অলংকার বা শাড়ি কিনে দিবে।
“”” বরং বিয়ে তাকে করবো…….
যে আমাকে পরিপূর্ণ পর্দা করতে সুযোগ সুবিধা করে দিবে।
“”””” বিয়ে তাকে নয়……
যে আমাকে প্রতিদিন শপিং মল কিংবা পার্কে নিয়ে যাবে।
“” বরং বিয়ে তাকে করবো……
যে আমাকে নিয়ে জান্নাতে যেতে চাইবে।।।
হে বিবাহ ইচ্ছুক বন্ধুগণ!শপথ নাও বিয়েতো তাকে করবো যে আমাকে
ভালোবাসবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য।।
আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন।।। আমিন…..