লাইলাতুল কদরের ইবাদতের দুর্দান্ত কৌশল
পবিত্র লাইলাতুল কদর রমজানের শেষ দশ দিনের যে কোনও বিজোড় রাতে (21, 23, 25, 26, 29) ঘটতে পারে)
.
.
মাসজিদুল হারামের ইমাম শেখ মাহির রমজানের শেষ দশ রাতের জন্য একটি সূত্র দিয়েছেন:
.
.
১) “প্রতি রাতে একটি দিরহাম (এক টাকা) দান করুন, যদি রাত লাইলাতুল কদরের মাঝখানে পড়ে যায় তবে আপনি years৩ বছর ৪ মাস (একমাস) জন্য প্রতিদিন এক টাকা দানের সওয়াব পাবেন।
.
.
2) প্রতি রাতে দুই রাক’আত নফল নামাজ আদায় করুন। যদি রাতটি লাইলাতুল কদরের মাঝামাঝি হয় তবে আপনি 63 বছর 4 মাস ধরে প্রতিদিন দুই রাক’আত নামাজের সওয়াব পাবেন।
.
.
২) রাতে তিনবার সূরা ইখলাস পাঠ করুন। যদি রাতটি লাইলাতুল কদরের মাঝামাঝি হয় তবে আপনি 63 বছর 4 মাস ধরে প্রতিদিন একটি সম্পূর্ণ কোরআন তিলাওয়াত করার সওয়াব পাবেন। ”
.
.
.
তিনি আরও বলেছিলেন, “উপরোক্ত কথাগুলি লোকদের মধ্যে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শোনার পরে এই কাজটি করবে, আপনি তাদের কাজের প্রতিও একই পুরস্কার পাবেন, ইনশাআল্লাহ।”
.
.
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
.
.
“যে সৎকর্মের পথ দেখায় সে একই পুরষ্কার পাবে, কিন্তু সদাপ্রভুর প্রতিদানের কোন অভাব হবে না।” [মুসলিম ২4৪]