কাউকে মেরি-ক্রিস্মাস বা শুভ বড়দিন উইশ করার আগে নিচের আয়াত গুলো পড়ে দেখুন। গভীরভাবে ভাবুন। উপলব্ধি করুন। এগুলো আল্লাহ তা’লার পবিত্র কথা।
وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱلرَّحْمَٰنُ وَلَدًا
তারা বলেঃ দয়াময় সন্তান গ্রহণ করেছেন।
لَّقَدْ جِئْتُمْ شَيْـًٔا إِدًّا
তোমরা তো এক ভয়ংকর কথার অবতারণা করেছ।
تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ ٱلْأَرْضُ وَتَخِرُّ ٱلْجِبَالُ هَدًّا
এতে যেন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খন্ড বিখন্ড হবে এবং পর্বতসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে আপতিত হবে।
وَمَا يَنۢبَغِى لِلرَّحْمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا
অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভন নয়।
إِن كُلُّ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ إِلَّآ ءَاتِى ٱلرَّحْمَٰنِ عَبْدًا
আকাশসমূহ ও পৃথিবীতে এমন কেহ নেই যে দয়াময়ের নিকট উপস্থিত হবেনা বান্দা রূপে।
وَكُلُّهُمْ ءَاتِيهِ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فَرْدًا
এবং কিয়ামাত দিবসে তাদের সকলেই তাঁর নিকট আসবে একাকী অবস্থায়। [সুরাহ মারইয়াম, আয়াত নং ৮৮-৮৯-৯০-৯২-৯৩-৯৫]
কাউকে মেরি ক্রিস্টমাস বলার অর্থ — আপনি মেনে নিচ্ছেন যে এটা তাদের বড় দিন, যিশুর জন্মদিন উপলক্ষে যা তারা পালন করছে। আর তারা যিশুকে গড এর সন্তান বলছে (নাউজুবিল্লাহ) আর আপনিও তাদের সাথে একমত হয়ে সাপোর্ট করছেন। ওরা আমাদেরকি ঈদে ঈদগাহে সালাত আদায় করতে যাচ্ছে? কুরবানী করছে? ধর্ম যার যার উৎসব সবার বলে?
তাহলে আমরা কেন করছি? আমরা কেন রঙ খেলছি? ঠাকুর দেখতে যাচ্ছি? ভাল মত চিন্তা করি চলুন। কে জানে এগুলার দ্বারা শয়তান আমাদের জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে কিনা (আল্লাহ না করুন)। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমিন।