1/“যে বিয়েতে খরচ কম এবং সহজ হয়, সে বিয়ে বরকতময় হয় ।”
— মিশকাত ২৬৭
2/
যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, সে জাহান্নামে যাবে না। আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। – মিশকাত
3/
কোন ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকচারী ও কৃপণ হওয়াই যথেষ্ট। – মিশকাত
4। তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ্ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি– ক) গাটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ, খ) খোটাদানকারী, গ) মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। –
মিশকাত
5/
আবদুল্লাহ ইবনে আমর (রা.) বর্ণনা করেন,
রাসূল (রা.) বললেন, এ উম্মতের প্রথম বা শুরু প্রজন্ম যারা তারা কৃতকার্য ও সফল কাম হয়েছে দুনিয়ার মোহ বর্জন এবং আখেরাতের প্রতি দৃঢ়তা অর্জন করে আর শেষ প্রজন্ম ধ্বংস হবে কৃপণতা ও দুনিয়ার কামনা-বাসনায় মত্ত হয়ে ।
(তাবারানী : মেশকাত : ৫২৮১)
6/
রসুলুল্লাহ ( ﷺ) বলেছেনঃ
❝আল্লাহ তা‘আলা বলেছেন, যারা আমার সান্নিধ্য লাভের উদ্দেশে পরস্পরকে ভালোবাসে, আমার উদ্দেশে সভা-সমাবেশে উপস্থিত হয়ে আমার গুণগান করে, আমার উদ্দেশে পরস্পর দেখা-সাক্ষাৎ করে এবং আমারই ভালোবাসা অর্জনের জন্য নিজেদের সম্পদ পরস্পরের মধ্যে ব্যয় করে, তাদেরকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়!❞
•••••(মিশকাতঃ-৫০১১)••••