ঐতিহাসিক মক্কা বিজয় এবং মূর্তি
=======================
মক্কা বিজয়ের দিন নাবী কারীম ﷺ বললেন, উসমান বিন ত্বালহাহ কোথায়? তাঁকে ডাকা হলে নাবী কারীম ﷺ বললেন, উসমান! এ নাও তোমার চাবি। অদ্য পুণ্য এবং ওয়াদা পুরণের দিন।
কা’বা ঘরের চাবি দেয়ার সময় নাবী কারীম ﷺ আরও বলেছিলেন, ‘সর্বক্ষণের জন্যই তুমি এ চাবি গ্রহণ কর। তোমার নিকট থেকে এ চাবি সেই ছিনিয়ে নিবে যে অত্যাচারী হবে। উসমান!
আল্লাহ নিজ ঘরের জন্য তোমাকে বিশ্বাসভাজন করেছেন। অতএব, আল্লাহর এ ঘরে ন্যায়সঙ্গত উপায়ে তুমি যা পাবে তা ভোগ করবে।’
উসুদুল গাবা – (৩/৩৭২); সীরাতু ইবন হিশাম – (২/৪১১-১২); আর-রাহীকুল মাখতূম, মক্কা বিজয় অধ্যায়।
উসমান বিন ত্বালহা رضي الله عنه এর ১০৮তম বংশধর বর্তমানে কা’বা ঘরের চাবি বহন করছেন।
মক্কা বিজয়ের দিন কাবায় প্রবেশ করে সর্বপ্রথমে কি করেছিলেন প্রিয় রাসূলুল্লাহ (ﷺ) ? কি সেই আনুপুর্বিক বর্ণনা?
রাসূল (ﷺ)-এর আহবান পেয়ে ছুটে এলেন বীর্যদীপ্ত হযরত ওমর ফারুক (রা)। তাঁর উপর ভার পড়ল কাবা চত্বরের মূর্তিগুলি ফেলে দেবার।
দেয়ালে ছিল হযরত ইবরাহীম ও ইসমাইল (আ)-এর কল্পিত চিত্র। আরও এক স্থানে ছিল মেরীর কোলে যীশুর কল্পনার রুপায়ণ।
সেগুলিও মুছে ফেলার নির্দেশ দিলেন রাসুলুল্লাহ (ﷺ)। যেগুলি উঠলোনা, যাফরানের পানি দিয়ে তা অবলুপ্ত করা হল।
তারপর পবিত্র কাবার ভিতরে প্রবেশ করলেন প্রিয় নবী রাসূলুল্লাহ (ﷺ)। তখনও ধাতব নির্মিত যে মূর্তিগুলো ছিল,
হাতের লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোর কপালে আঘাত করে করে উদাত্ত কন্ঠে তিলাওয়াত করলেন পবিত্র কুরআন মাজিদের এই আয়াতঃ
وَقُلْ جَاء الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
– সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত হল, মিথ্যার বিনাশ অবশ্যম্ভাবী। (সূরা বনী ইসরাঈলঃ ৮১)
তারপর আবেগভরে প্রিয় নবী (ﷺ) কাবার প্রতিটি কোণে কোণে দিওয়ানার মতো দৌড়ে গেলেন
এবং প্রাণভরে ‘ তাকবীর ‘ ধ্বনি দিলেন। বাইরে আশেকে রাসূল সাহাবীদের কন্ঠে সে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরল।