১। ইয়া আল্লাহু (আল্লাহ)
২। ইয়া রহমানু (হে দয়ালু)
৩। ইয়া রহীমু (হে দয়াবান)
৪। ইয়া মালিকু (হে বাদশাহ)
৫। ইয়া ক্বুদ্দূসু (হে পবিত্রতম)
৬। ইয়া সালামু (হে শান্তি দাতা)
৭। ইয়া মুমিনু (হে নিরাপত্তা
প্রদানকারী)
৮। ইয়া মুহাইমিনু (হে রক্ষকারী)
৯। ইয়া আজীজু (হে বিজয়ী)
১০।ইয়া জাব্বারু (হে পরাক্রমশালি)
১১। ইয়া মুতাকাব্বিরু (হে বড়ত্ব ও
মহীমার অধিকারী)
১২। ইয়া খালিক্বু (হে সৃষ্টিকর্তা)
১৩। ইয়া বারিয়ু (হে প্রাণ দানকারী)
১৪। ইয়া মুছওয়্যিরু (হে আকৃতি দাতা)
১৫। ইয়া গাফ্ফারু (হে ক্ষমাশীল)
১৬। ইয়া কাহহারু (হে মহাশাস্তি দাতা)
১৭। ইয়া ওয়াহহাবু (হে অতিশয় দাতা)
১৮। ইয়া রাজ্জাকু (হে রিজিক দাতা)
১৯। ইয়া ফাত্তাহু (হে বিজয় দাতা)
২০। ইয়া আলীমু (হে সর্বজ্ঞাতা)
২১। ইয়া কবিদ্বু (হে রিযিক
সংকোচনকারী)
২২। ইয়া বাসিতু (রিযিক প্রশস্তকারী)
২৩। ইয়া খফিদ্বু (হে পতনকারী)
২৪। ইয়া রাফিউ (হে উন্নতি প্রদানকারী)
২৫। ইয়া মুইয্যু (হে সম্মান দাতা)
২৬। ইয়া মুযিললু (হে অপমান অপদস্তকারী)
২৭। ইয়া সামীউ (হে সর্বশ্রোতা)
২৮। ইয়া বাছীরু (হে সর্বদর্শী)
২৯। ইয়া হাকামু (হে আদেশদাতা)
৩০। ইয়া আদলু (হে ন্যায় বিচারক)
৩১। ইয়া লাত্বীফু (হে সুক্ষ্মদর্শী)
৩২। ইয়া খবীরু (হে সর্বজ্ঞানী)
৩৩। ইয়া হালীমু (হে ধৈর্যশীল)
৩৪। ইয়া আযীমু (হে মহাসম্মানী)
৩৫। ইয়া গাফূরু (হে ক্ষমাশীল)
৩৬। ইয়া শাকূরু (হে মূল্যায়ণকারী)
৩৭। ইয়া আলিয়্যু (হে সর্বোচ্চ)
৩৮। ইয়া কাবীরু (হে অতি মহান)
৩৯। ইয়া হাফীজু (হে মহা রক্ষক)
৪০। ইয়া মুকীতু (হে অন্নদানকারী)
৪১। ইয়া হাসীবু (হে হিসাব
পরীক্ষাকারী)
৪২। ইয়া জালীলু (হে মহিমান্বিত)
৪৩। ইয়া কারীমু (হে অনুগ্রহকারী)
৪৪। ইয়া রকীবু (হে নিরীক্ষণকারী)
৪৫। ইয়া মুজীবু (হে ডাকে সাড়াদানকারী)
৪৬। ইয়া ওয়া-ছি·উ (হে অসীম)
৪৭। ইয়া হাকীমু (হে প্রজ্ঞাবান)
৪৮। ইয়া ওয়াদূদ (হে শ্রেষ্ঠ বন্ধু)
৪৯। ইয়া মাজীদু (হে গৌরবমণ্ডিত)
৫০। ইয়া বা-ইছু (হে মৃতকে জীবনদানকারী)
৫১। ইয়া শাহীদু (হে সর্বত্র বিদ্যমান)
৫২। ইয়া হাকক্বু (হে সত্য প্রকাশক)
৫৩। ইয়া ওয়াকীল (হে কার্যসম্পাদনকারী
৫৪। ইয়া কাওয়িয়্যূ (হে মহাশক্তিমান)
৫৫। ইয়া মাতীনু (হে অটল)
৫৬। ইয়া ওয়ালিয়্যূ (হে অভিভাবক)
৫৭। ইয়া হামীদু (হে প্রশংসিত)
৫৮। ইয়া মুহছিয়ু (হে হিসাব রক্ষক)
৫৯। ইয়া মুবদিউ (হে প্রথম সৃষ্টিকারী)
৬০। ইয়া মুঈদু (হে পুনরায় সৃষ্টিকারী)
৬১. الْمُحْيِي – আল-মুহ’য়ী – জীবনদানকারী
৬২. الْمُمِيتُ – আল-মুমীত – ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী
৬৩. الْحَيُّ – আল-হাইয়্যু – চিরঞ্জীব, যার কোন শেষ নাই
৬৪. الْقَيُّومُ – আল-ক্বইয়ূম – অভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী
৬৫. الْوَاجِدُ – আল-ওয়াজিদ – পর্যবেক্ষক, আবিষ্কর্তা, চিরস্থায়ী
৬৬. الْمَاجِدُ – আল-মাজিদ – সুপ্রসিদ্ধ
৬৭. الْوَاحِدُ – আল-ওয়াহি’দ – এক, অনন্য, অদ্বিতীয়
৬৮. الصَّمَدُ – আস-সমাদ – চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ
৬৯. الْقَادِرُ – আল-ক্বদির – সর্বশক্তিমান
৭০. الْمُقْتَدِرُ – আল-মুক্বতাদির – প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী
৭১. الْمُقَدِّمُ – আল-মুক্বদ্দিম – অগ্রগতিতে সহায়তা প্রদানকারী
৭২. الْمُؤَخِّرُ – আল-মুয়াক্খির – বিলম্বকারী, অবকাশ দানকারী
৭৩. الْأَوَّلُ – আল-আউয়াল – সর্বপ্রথম, যার কোন শুরু নাই
৭৪ الْآخِرُ – আল-আখির – সর্বশেষ, যার কোন শেষ নাই
৭৫. الظَّاهِرُ – আজ-জ’হির – সুস্পষ্ট, সুপ্রতীয়মান, বাহ্য (যা কিছু দেখা যায়)
৭৬. الْبَاطِنُ – আল-বাত্বিন – লুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ (যা কিছু দেখা যায় না)
৭৭. الْوَالِيَ – আল-ওয়ালি – সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু
৭৮. الْمُتَعَالِي – আল-মুতা’আলী – সর্বোচ্চ মহিমান্বিত, সুউচ্চ
৭৯. الْبَرُّ – আল-বার্র – কল্যাণকারী
৮০. التَّوَّابُ – আত-তাওয়াব – বিনম্র, সর্বদা আবর্তিতমান
৮১. الْمُنْتَقِمُ – আল-মুন্তাক্বিম – প্রতিফল প্রদানকারী
৮২. الْعَفُوُّ – আল-’আফুউ – শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী
৮৩. الرَّءُوفُ – আর-র’ওফ – সদয়, সমবেদনা প্রকাশকারী
৮৪. مَالِكُ الْمُلْكِ – মালিকুল মুলক্ – সার্বভৌম ক্ষমতার অধিকারী
৮৫. ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ – জুল জালালি ওয়াল ইকরম – মর্যাদা ও ঔদার্যের প্রভু
৮৬. الْمُقْسِطُ – আল-মুক্বসিত – ন্যায়পরায়ণ, প্রতিদানকারী
৮৭. الْجَامِعُ – আল-জামি’ – একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী
৮৮. الْغَنِيُّ – আল-গ’নিই – ঐশ্বর্যবান, স্বতন্ত্র
৮৯. الْمُغْنِي – আল-মুগ’নি – সমৃদ্ধকারী, উদ্ধারকারী
৯০. الْمَانِعُ – আল-মানি’ – প্রতিরোধকারী, রক্ষাকর্তা
৯১ الضَّارُّ – আদ্দর – যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী
৯২. النَّافِعُ – আন-নাফি’ – অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী
৯৩. النُّورُ – আন-নূর – আলোক
৯৪. الْهَادِي – আল-হাদী – পথপ্রদর্শক
৯৫. الْبَدِيعُ – আল-বাদী’- অতুলনীয়, অনিধগম্য
৯৬. الْبَاقِي – আল-বাকী – অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়
৯৭. الْوَارِثُ – আল-ওয়ারিস’ – সবকিছুর উত্তরাধিকারী
৯৮. الرَّشِيدُ – আর-রশীদ – সঠিক পথের নির্দেশক
৯৯. الصَّبُورُ – আস-সবূর – ধৈর্যশীল
আল কুরআন থেকে দলিল-
যেহেতু, আল্লাহ তা‘আলা অদ্বিতীয় হওয়া সত্ত্বেও নিজেকে বহুগুনে গুণান্বিত করে পেশ করেছেন অতএব আল্লাহ তা‘আলার জন্যে সিফাত বা গুন যে প্রমাণিত তা নিঃসন্দেহ।