ঘম ঘম ভূমিকম্প হওয়া কিয়ামতের আলামত
রাসুলুল্লাহ সাঃ বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হবে,, তবে কিয়ামত হওয়ার আগে ইমাম মাহদী আঃ আগমন,
দজ্জালের আত্নাপ্রকাশ,ঈসা আঃ আত্নাপ্রকাশ,,ইয়াজুজ-মাজুজ এর আত্নাপ্রকাশ,
সূর্য পশ্চিম দিকে উদিত হবে,তাওবার রাস্তা বন্ধ হয়ে যাবে ইত্যাদি এরকম বড় বড় আলামত প্রকাশিত হওয়াত পর পুরো বিশ্ব ইসলামের রাষ্ট্র হবে এর পর শান্তিতে বসবাস করবে,
তারপর লোকেরা আবার পথভ্রষ্ট হবে অর্থাৎ যে কজন থাকবে সবাই বেঈমান হবে তারপর তাদের উপর কোন এক শক্রবারে ১০মহরম কিয়ামত সংঘটিত হবে
উচ্চমাত্রার ভূমিকম্প প্রত্যক্ষ করলো বাংলাদেশ।
আল্লাহ আমাদের ক্ষমা করুন।
*রাসুল (সা.) বলেছেন, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুনখারাবি বাড়বে, তোমাদের সম্পদ এতো বাড়বে যে, উপচে পড়বে।
~ (বুখারি, হাদিস : ৯৭৯)
জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আজাব (নিঝুম) রাতে তাদের কাছে আসবে না, যখন তারা (গভীর) ঘুমে (বিভোর হয়ে) থাকবে!’
~ (সুরা : আরাফ, আয়াত : ৯৭)
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। যখন সে তার বোঝা বের করে দেবে।`
~ (সুরা যিলযাল : আয়াত ১-২)