আল্লাহ -আপনার জন্য যথেষ্ট : তাই তওবা করে ফিরে অসুন আল্লাহর পথে
আল্লাহ্ তাআলার নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। কেননা, আমাদের প্রভু অতি ক্ষমাশীল ও দয়ালু।
“নূহ (আঃ) তার জাতিকে বললেন, “তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল।
তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তিনি তোমাদের জন্য বাগ-বাগিচা ও নদী-নালা সৃষ্টি করবেন।” (৭১-সূরা আন নূহ: আয়াত-১০-১২)
সুতরাং, আল্লাহর নিকট অতি ঘনঘন ক্ষমা প্রার্থনা করুন এবং তাহলেই আপনি এ কাজের ফল পাবেন- আর তা হলো, মনের শান্তি, হালাল রিযিক, ধাৰ্মিক সন্তান-সন্ততি এবং প্রচুর বৃষ্টিপাত।
“আর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইসতিগফার ও তওবা কর, তাহলে তিনি তোমাদেরকে এক নির্দিষ্টকাল পর্যন্ত উত্তম সম্পদ ভোগ করতে দিবেন এবং প্রত্যেক গুণী ব্যক্তিকে তার প্রাপ্য মর্যাদা দিবেন।” (১১-সূরা হুদ: আয়াত-৩)
“কুরআন কারীমকে যদি চামড়ায় মুড়িয়ে রেখে আগুন ধরিয়ে দেয়া হয় তাহলে তা পুড়বে না” হযরত মুহাম্মদ (সা:)(দারিমী ৩৩১০সহীহাহ্ ৩৫৬২আহমাদ ১৭৪০৯)
আমি আমার বান্দার উপর যা নাযিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাক,
তবে তোমরা তার মত একটি সূরা নিয়ে আস এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীসমূহকে ডাক; যদি তোমরা সত্যবাদী হও। (আল-বাকারা: নং ২৩)
“যে ব্যক্তি কুরআনকে সামনে রেখে তাঁর অনুসরণ করবে, কুরআন তাকে জান্নাতে নিয়ে যাবে।”[সহীহ ইবনে হিব্বান : ১২৪]
মিথ্যা হতে দূরে থাক।- কেননা মিথ্যা চেহারার সৌন্দর্যকে নষ্ট করে দেয়। – হযরত মুহাম্মদ [ সা: ]
হে মুমিনগণ
তোমরা রুকু কর, সেজদা কর, তোমাদের পালনকর্তার এবাদত কর এবং
সৎকাজ সম্পাদন কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা আল হাজ্ব আয়াত: 22:77)
★রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন তোমরা প্রচার কর, তা একটি মাত্র আয়াত হোক না কেন (সহীহ্ বুখারী:-৩৪৬১)
★রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে,
তবে যারা অনুসরন করেছে তাদের সোওয়াবের কোন কমতি হবে না।” [সহিহ মুসলিমঃ ২৬৭৮