1)যে ঘরে স্বামী ও স্ত্রী একই প্লেটে খাবার খাবে যতক্ষণ খাবার খেতে থাকবে ততক্ষণ তাদের আমলনামায় সওয়াব লিখা হয়।
— তিরমিজি।☆
2/রাসূল (সাঃ) বলেছেন
আল্লাহর তোমার ভাগে
যা বন্টন করে দিয়েছেন
তাতে সন্তুষ্ট থাক,
তাহলে তুমি সবচেয়ে
ধনী মানুষ হবে
তিরমিজীঃ২৩০৫
3/হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে,
তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়। (তিরমিজি : ৩৪৬৪)
4👉 মহানবী সা: বলেছেন “ তিন ব্যক্তির নামাজ তাঁদের মাথা অতিক্রম করেনা অর্থাৎ কবুল হয়না । তন্মধ্যে একজন হলেন অবাধ্য স্ত্রী ,
যে স্বামীর ডাকে সাঁড়া দেয়না এবং স্বামী রাগান্বিত অবস্হায় ঘুমায় ।”
তাবরানী ১০৮৬, সুনানে তিরমিযি ৩৬০, হাকেম,
সিলসিলা ছহীহা ২৮৮।
5। রাসূল্লাহ (সাঃ) বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, তখন সে যেন দু’রাকাত সালাত আদায় করা ব্যতীত না বসে। – তিরমিযী
6। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায়। – মুসলিম ও তিরমিযী
7। পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টে আল্লাহ্ অসন্তুষ্ট। – তিরমিযী
8। ক্বিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। -সহীহ তিরমিযী
9.👉প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুণ এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাই, সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ৯৭২।
দোয়া ছাড়া আর কোনো কিছু আল্লাহর সিদ্ধান্ত বদলাতে পারে না!🤲🏵️
– তিরমিজি : ২১৩৯ 🖤
10/ আল্লাহ! তুমি আমাকে সকল ঘৃণিত স্বভাব, অবাঞ্ছিত আচরণ, কুপ্রবৃত্তির তাড়না ও রোগ-ব্যাধি হতে দূরে রাখ।🌹 🌿🌿[তিরমিযি : ৩৫১৫]
11/রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ “তোমাদের যে লোক পরিবার-পরিজনসহ নিরাপদ সকালে উপনীত হয়,
সুস্থ শরীরে দিনটা কাটায় এবং তার নিকট সারাদিন কাটানোর খোরাকী আছে, তাহলে তার নিকট যেন গোটা দুনিয়াটাই একত্র করা হলো।” [জামে আত-তিরমিজি, ২৩৪৬]
12//আবু হুরায়রা (রা) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ
যে লোক প্রতিদিন একশতবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় ।
[বুখারীঃ ৩২৯৩; ইবনু মাজাহঃ ৩৭৯৮; তিরমিযীঃ ৩৪৬৬]
13//🌹শীতের সময়টা কিন্তু ইবাদতের জন্যও অনেক বড় নিয়ামতের। হাদিস শরিফে এসেছে, ‘শীতকাল মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল।’
আমের ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা।’
,,,,,,,,,,,,,, (তিরমিজি, হাদিস : ৭৯৫)🌹💚
14//’আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত।
তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
যে লোক নীরব থাকলো, সে নাজাত (মুক্তি) পেলো।
জামে তিরমিযী, হাদীস ২৫০১
15//“খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী ধৈর্যশীল রোজাদারের ন্যায় সমান মর্যাদাশালী।”
(সহীহ তিরমিজিঃ ২৪৮৬)
16//হাদিসে এসেছে, ‘‘যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না।’’
[ইমাম আবু দাউদ, আস-সুনান: ৪৮১১; ইমাম তিরমিযি, আস-সুনান: ১৯৫৪; হাদিসটি সহিহ]
17//“খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী ধৈর্যশীল রোজাদারের ন্যায় সমান মর্যাদাশালী।”
(সহীহ তিরমিজিঃ ২৪৮৬)
18//হযরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করল,
এতে সে দশটি নেকির অধিকারী। তিনি আরো বলেন, আমি বলছি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ।’
(তিরমিযি শরীফ : ২৯১০; মুসতাদরাক আলাস সহিহাইন : ২০৮৪)
19//আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, “সাহাবায়ে কিরামের নিকট রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপেক্ষা কোন ব্যক্তিই অধিক প্রিয় ছিলো না।
অথচ তাঁরা যখন তাঁকে দেখিতেন তখন দাঁড়াতেন না। কেননা, তাঁরা জানতেন যে, তিনি ইহা পছন্দ করেন না।”
—– [তিরমিযি ২৭৫৪, সহীহ তিরমিযিতে হাদীসটি আলবানী কর্তৃক সহীহ]
20//৪৯২৭ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রতিপালক আল্লাহ তা‘আলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং প্রতিপালকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে।
সহীহ: তিরমিযী ১৮৯৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫১৫, মুসনাদুল বাযযার ২৩৯৪, আল মুসতাদরাক ৭২৪৯।
21//রসূলুল্লাহ (সাঃ) বলেছেন
আল্লাহর তোমার ভাগে
যা বন্টন করে দিয়েছেন
তাতে সন্তুষ্ট থাক,
তাহলে তুমি সবচেয়ে
ধনী মানুষ হবে
তিরমিজীঃ২৩০৫
22//”যে মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে করবে,তাদের উদ্দেশ্যে রাসুল (সাঃ) ৩ বার বলেছেন! ”
তাদের বিয়ে “বাতিল,বাতিল,বাতিল”
(সহীহ তিরমিযী ১১০২)
23//”ধৈর্য্যের চেয়ে বেশি কল্যানকর প্রাচুর্যপুর্ণ কোন সম্পদ কাউকে দেয়া হয়নি।”
(তিরমিযি,২০২৪)
24//নবী করীম (সা) ইরশাদ করেছেন, ‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে-ই, যে তার সঙ্গীর কাছে উত্তম।
আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে-ই, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।
( তিরমিযী, হাদীস নম্বর-১৯৪৪)
25//নবী ﷺ বলেছেন,
মুমিন কখনো দোষারোপকারী ও
নিন্দাকারী হতে পারে না, অভিস্পাতকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না। ❝তিরমিজি-১৯৭৭❞
26//যে মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে করবে,তাদের উদ্দেশ্যে রাসুল (সাঃ) ৩ বার বলেছেন! ”
তাদের বিয়ে “বাতিল,বাতিল,বাতিল”
(সহীহ তিরমিযী ১১০২)
27//রাসূল (সঃ) বলেছেন”তোমাদের মধ্যে যার চরিত্র অধিক সুন্দর সেই তোমাদের মধ্যে উত্তম”
তিরমিযী হাদীস:১৯৮১(ই.ফা.বা)