রাজা ও তার তিন মন্ত্রী
অনেক আগের কথা, একদিন রাজা তাঁর তিনজন অতি গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ডেকে তাদের প্রত্যেককে একটি থলে দিলেন। তারপরে তিনি তাদেরকে জঙ্গলে গিয়ে ফল সংগ্রহ করে থলে পূরণ করতে বললেন। এটি তার মন্ত্রীদের আন্তরিকতার পরীক্ষা করবে।
প্রথম মন্ত্রী রাজার আদেশকে গুরুত্ব সহকারে নিলেন এবং নিজের জানা সেরা ফল সংগ্রহ করার জন্য কঠোর পরিশ্রম করলেন এবং তাঁর থলেটি ভালো ফল দিয়ে পূরণ করলেন।
দ্বিতীয় মন্ত্রী রাজার আদেশকে হালকাভাবে নিলেন এবং জঙ্গলে গিয়ে দ্রুত বেগে অর্ধেক ভাল এবং অর্ধেক পচা ফলের মিশ্রণে তাঁর থলেটি পূরণ করলেন।
তৃতীয় মন্ত্রী অন্য মন্ত্রীদের সম্পূর্ণ বিপরীত কাজ করেছিলেন। তিনি কেবল শুকনো পাতা এবং ময়লা দিয়ে থলেটি পূর্ণ করেছিলেন। তাঁর তার লক্ষ ছিল রাজাকে বোকা বানানোর। তার থলেতে একটি ফলও ছিল না।
তিনজন মন্ত্রী তাদের থলে নিয়ে রাজার দরবারে ফিরে এলেন। তারা কী সংগ্রহ করেছিল তা তদন্ত না করেই রাজা আদেশ দিলেন যে প্রত্যেক মন্ত্রীকে এক মাসের জন্য আলাদা কারাগারে প্রেরণ করতে । তাদেরকে এক মাস তাদের সংগ্রহ করা ফল খেতে দেয়া হবে । এছারা তাদের অন্য কিছু খেতে দেয়া হবে না।
প্রথম মন্ত্রীর কাছে প্রচুর ভাল মানের ফল ছিল যা এক মাস বেঁচে থাকার জন্য
যথেষ্ট, ভাল মানের খাবার ছিল বলে তিনি খুশি হয়েছিলেন । সে মোটেই চিন্তিত ছিল না।
দ্বিতীয় মন্ত্রী উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়েছিলেন যে তার অর্ধেক খাবার পচা ছিল এবং যা এক মাস পযন্ত যাবেনা।
তৃতীয় মন্ত্রী কোনো খাবার না নোয়ার কারনে আতঙ্কিত হয়েছিলেন। তিনি রাজার আদেশ পালনে অবহেলিত ও অলস ছিলেন।
গল্পের শিক্ষা:
আমাদের প্রত্যেকে উপরের মন্ত্রীদের মতো আমাদের সকলকে একটি বই দেওয়া হয়েছে যা আমাদের পরকালে ব্যবহারের জন্য ভাল কাজের সাথে পূরণ করতে হবে। আমাদের মধ্যে কিছু আন্তরিক হবে এবং প্রচুর ভাল কাজ সংগ্রহ করবে।
অন্যরা বাকী দুজন মন্ত্রীর মতো বাঁচবে যাদের ভাল-মন্দ কাজের মিশ্রণ থাকবে আবার কেউ কেউ তাদের দায়িত্বকে পুরোপুরি অবহেলা করবে এবং দিনরাত পাপ করে তাদের জীবন অপচয় করবে। বিচারের দিন,
আমরা যা করেছি তার জন্য আমরা দায়বদ্ধ থাকব। আসুন সেই প্রথম মন্ত্রীর মতো হই যিনি বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কিছুই ছিল না।