আপনি বিহীন পৃথিবী কল্পনা করে দেখুনতো!!!
আপনাকে কবরে রেখে আসার সাথে সাথে শুরু হয়ে যাবে সাওয়াল জাওয়াব, কেউ কি জানবে আপনার কি অবস্থা?
কবরে রেখে এসে কেউ কেউ আপনার সুখ্যাতি ছড়াবে, আর কেউ কেউ দুর্নাম; কেউ কি বুঝবে আপনি কোথায় আছেন?
ধীরে ধীরে ভুলে যাবে আপনাকে, আপনার জামাকাপড় জীর্ণ হয়ে যাবে কিংবা তা দিয়ে হাড়ি পাতিল রেখে ফেলবে;
আপনার খাবারের প্লেট গ্লাস কিছুদিন সযত্নে থাকার পর একটা সময় অযত্নে ভেঙ্গে যাবে; আপনার বিছানাটাও কেউ দখল করে নিবে; কেউ কি আপনার কথা ভাববে?
সবকিছু ঠিকঠাক ই চলবে, শুধু আপনি ছাড়া… কেউ জানবে না বুঝবে না আপনি কেমন আছেন!
‘আমি দৃঢ়বিশ্বাস করতাম যে, আমাকে আমার হিসেবের সম্মুখীন হতে হবে।’ (সূরা আল-হাক্কাহ:২০)
আর ইয়াকীন (মৃত্যু) আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদাত কর। (সূরা আল-হিজর:৯৯)
যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। (সূরা আল-মুলক:২)
কেউ জানে না কখন মৃত্যু চলে আসে, যারা মারা গিয়েছে তারা কেউই জানত না কিছুক্ষন পরেই তারা মারা যাবে!
‘তোমরা জীবনের স্বাদ ধ্বংসকারী (মৃত্যু)-কে বেশি পরিমাণে স্মরণ করো। ’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩০৬)
‘মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুত হও।’ (আল-মুস্তাদরিক আলাস সাহিহাইন, হাদিস: ৮৯৪৯)
সর্বদা আল্লাহ কে ভয় করুন, গুনাহ এড়িয়ে চলুন, তাওবাহ করুন; মৃত্যু পরবর্তী জীবনের
ভয়-ভাবনা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে এবং গন্তব্য জান্নাত হতে পারে ইনশাআল্লাহ।