আরাফাতের দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা
আজকে মহান আল্লাহ এতো পরিমাণ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, যা অন্য কোন দিন দেন না।
আরাফাতের দিন আল্লাহ তা’য়ালা এতো বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যা অন্য কোন দিন দেন না।
মহান আল্লাহ এই দিনে বান্দার খুব নিকটবর্তী হন এবং ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, আমার এই বান্দারা আমার জন্যে এতো কষ্ট করেছে এর বিনিময়ে আমার কাছে কি চায়? (সুনানে ইবনে মাজাহ:৩০১৪; মুসলিম:১৩৪৮)
আজকে সর্বশক্তিমান আল্লাহ এতো পরিমাণ বান্দার দুয়া কবুল করবেন, যা অন্য কোন দিন করেন না।
আমার ঐ বান্দাগণ আলুথালু কেশে ধূলামলিন বেশে দূর-দূরান্তর পথ অতিক্রম করে আমার কাছে এসে আমার রহমতের আশা করে এবং আমার আযাবকে ভয়
করে, অথচ তারা আমাকে দেখেনি। তাহলে তারা আমাকে দেখলে কি করত? (হাদিস সম্ভার:১১৩৯; ত্বাবারানী ১৩৩৯০)
আল্লাহর রাসূল ﷺ বলেছেন, সর্বশ্রেষ্ঠ দুয়া হচ্ছে আরাফাত দিবসের দুয়া। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে:
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মূলক, ওয়া লাহুল হামদ, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বদীর।
একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। (তিরমিযী:৩৫৮৫)
হে আল্লাহ! আপনি আমাদেরকে আপনার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন, নাজাতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন।
আজ যাদের যাদের আপনি ক্ষমা করলেন, মুক্তি দিলেন, আপনি দয়া করে আমাদেরকেও তাদের মধ্যে শামিল করুন।