নামাজ ত্যাগ করলে, নিয়মিত আদায় না করলে তার উপর ১৫টি আজাব নাজিল হবে…
★ দুনিয়াতে ৬টি,
★ মৃত্যুর সময় ৩টি,
★ কবরের মধ্যে ৩টি,
★ হাশরের মাঠে ৩টি।
দুনিয়াতে ৬টি আজাব হলো-
(১) বেনামাজীর হায়াত কমে যাবে।
(২) বেনামাজীর জীবনে বরকত হবে না।
(৩) বেনামাজীর চেহারার সৌন্দর্য্য থাকবে না।
(৪) বেনামাজীর কোন দোয়া কবুল হবে না।
(৫) বেনামাজীর সব নেকী বরবাদ হবে।
(৬) বেনামাজীর নিকট হতে সব রহমতের ফেরেশতা চলে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে।
মৃত্যুর সময় ৩টি আজাব হলোঃ
(১) বেনামাজীকে মৃত্যুর সময় অপমানিত, লাঞ্ছিত ও শিদ্দাত (অতিকষ্ট) দিয়ে জান বের করা হবে।
(২) বেনামাজী ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে।
(৩) বেনামাজী পিপাসার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে।
কবরের মধ্যে ৩টি আজাব হলোঃ
(১) বেনামাজীর কবর চেপে আসতে থাকবে এবং তাকে পিষতে থাকবে। এতে তার এক পাজরের হাঁড় আরেক পাজরের হাড়েঁর সাথে মিশে যাবে।
(২) বেনামাজীর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে।
(৩) বেনামাজীর কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা এসে জোরে জোরে গুর্জ মারতে থাকবে।
হাশরের মাঠে তিনটি আজাব হলোঃ
(১) বেনামাজীকে আল্লাহ পাক গজবের সাথে ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তার খোঁজ করতে থাকবে।
(২) বেনামাজীর ত্রিশ হাজার বছরের পুলসিরাতের রাস্তা হিরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন, অমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার হবে। বেনামাজী যখন সেই পুলের উপরে পা রাখবে সংগে সংগে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে।
(৩) আল্লাহ বেনামাজীর জন্য “ওয়াইল” নামক দোযখ ঠিক করে রেখেছেন।
আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সঠিক পথ প্রদর্শন করুন।
নামায পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে।
আসুন, আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামায সময় মতো পড়ার চেষ্টা করি।
আমিন।।।