উটের মূত্র সম্বন্ধে ইসলাম কি বলে?
“আনাস ইবনে মালিকের বর্ণিত আল-বুখারির সংগ্রহের বই 4 এর একটি হাদিস আরবরা ওষুধ হিসেবে আরবের উটের মূত্রের ব্যবহার করতো।
ইসলামী নবী মুহাম্মদ শরীর সুস্থ রাখতে মানুষকে এটি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন এবং অসুস্থ মানুষকে বলেছেন যে
“যতক্ষণ না তাদের শরীর সুস্থ হয়ে যায় ততক্ষণ খাও”। কখনোই তিনি এটি বলেন নি। হাদিসে কী আছে আমরা মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করিঃ
আনাস ইবনু মালিক (রদ্ব) থেকে বর্ণিত, তারপর তারা বলল, ইয়া রাসুলাল্লাহ! আমরা তো দুগ্ধবতী পশু রাখি (মেষপালক);
আমরা তো কৃষিকাজের লোক নই। মদিনার আবহাওয়া তাদের উপযোগী হল না। (অর্থাৎ তাই তারা অসুস্থ হয়ে গেলো)
রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে কিছু উটনী ও একজন মেষপালককে প্রদানের নির্দেশ দিলেন এবং তিনি তাদের উটনীর প্রতিপালনের কাজে মদিনার বাইরে যেতে
এবং উটনীর দুধ ও এর মূত্র পান করার কথা বললেন। (অসুস্থতার চিকিৎসাজনিত কারণে) তারা ধীরে ধীরে সুস্থ হয়ে গেল এবং আল হাররা নামক
স্থানে অবস্থান করল এবং ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল। আর তারা রাসুলুল্লাহর (ﷺ) রাখালকে নৃশংসভাবে হত্যা করে সেই উটনীগুলোকে হাঁকিয়ে
নিয়ে গেল। এ খবর দিনের প্রথম ভাগেই রাসুলুল্লাহর ﷺ নিকট পৌছলে তিনি তাদের পশ্চাদ্ধাবনের জন্য দল পাঠালেন এবং তাদের গ্রেফতার করে আনা হল।
লৌহ-শলাকা গরম করে তাদের চোখে সেটা ফুঁড়ে দেয়া হলো এবং হাত পা কাঁটা হলো। অতপর তাদের আল হাররার জমিতে (যা গরম পাথুরে ভূমি)
ঐ অবস্থায় (হাত পা কাটা ও চোখ ফুঁড়ানো) ফেলে রাখা হল যতক্ষণ না তারা মারা যায়।