1//আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) আমাদের গৃহে আসলেন এবং আরাম করলেন। তিনি ঘর্মাক্ত হলেন, আর আমার মা একটি ছোট বোতল
নিয়ে মুছে তাতে ভরতে লাগলেন। নবী (সা.) জাগ্রত হলেন। তিনি প্রশ্ন করলেন, হে উম্মু সুলায়ম! একি করছ? আমার মা বললেন,
এ হচ্ছে আপনার ঘাম, যা আমরা সুগন্ধির সাথে মেশাই, আর এ তো সব সুগন্ধির সেরা সুগন্ধি।
সহিহ মুসলিম, হাদিস নং ৫৯৪৯
2//যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে সে ঐ কাজ করতে পারলো না, তবু ও সে ব্যক্তির জন্য সওয়াব লেখা হবে।
[ সহীহ মুসলিম হাদিস নং, 354 ].
3//যে ব্যক্তি এশা ও ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো,
সে যেন সারারাত ইবাদতে কাটালো।
(সহীহ মুসলিম: ১৫২৩)
4//বান্দা যখন “সূরা ফাতিহা” পাঠ করে, 💖💖
তখন প্রতিটি আয়াতের জবাব আল্লাহ তাআলা নিজে দেন !💔❤
______{মুসলিম-৯০৪}
5//🌹💚মানুষের যা কিছু প্রয়োজন, তা আল্লাহর কাছেই চাইতে হবে। তবে একে অপরের কাছে দোয়া চাইতে কোনো নিষেধ নেই। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তায়ালা বলেন, আমি আমার বান্দার সঙ্গে তেমন ব্যবহার করি, আমার প্রতি সে যেমন ধারণা রাখে আর সে যখন আমাকে ডাকে, তখন আমি তার সঙ্গেই থাকি।
’ (মুসলিম, হাদিস নং : ৬৮২৯)
6//রাসূল (ﷺ) ইরশাদ করেন— সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমুআর দিনই সর্বোত্তম। এ দিন আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিন সেখান থেকে তাকে বের করে দেয়া হয়েছে, জুমুআর দিনই কিয়ামত সংঘটিত হবে।
[সহীহ মুসলিম : ১৮৬২]
7//আল্লাহর রাসুল (ﷺ) বলেছেন,
তুমি যাকে ভালোবাসো তার সাথেই, তোমার কিয়ামত হবে….!💓
📚.__[মুসলিম, ৬৫২১]
8//বান্দা যখন “সূরা ফাতিহা” পাঠ করে, 💖💖
তখন প্রতিটি আয়াতের জবাব আল্লাহ তাআলা নিজে দেন !💔❤
______{মুসলিম-৯০৪}
9//❤️ মহানবী (সাঃ) বলেছেন!
“যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে।সে তার প্রতিটি আমলের জন্য সমান নেকী পাবে!” 🌺
(মুসলিম:-১৮৯৩)
10//“যে নিয়মিত ফজরের নামাজ আদায় করবে,সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবেনা”
• (সহিহ মুসলিম-৬৩৪)
11//❤️ মহানবী (সাঃ) বলেছেন!
“যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে।সে তার প্রতিটি আমলের জন্য সমান নেকী পাবে!” 🌺
(মুসলিম:-১৮৯৩)
12/রাসূল (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে সে তাঁর প্রতিটি আমলের সমান নেকি পাবে।
____ (সহীহ মুসলিম-১৮৯৩)
13//রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ “মানুষ তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে।”
[সহীহ মুসলিম, হা/৬৪৭৭, অধ্যায়: সদ্ব্যবহার,