বিসমিল্লাহির রাহমানির রাহীম
( শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু )
ইসলাম সম্পর্কে কিছু জানা অজানা তথ্য
➤OIC এর প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে প্রতিদিন গড়ে *৮৫০০ মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছেন।
➤পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, *২০৭০ সালের মধ্যে পৃথিবীতে ইসলামই হবে সবচয়ে বড় ধর্ম।আলহামদুলিল্লাহ।
➤বর্তমানে ইসলাম ধর্ম পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম ধর্ম, সংখ্যায় *১.৯ বিলিয়ন যা বিশ্বের মোট জনসংখ্যার ২৪.৪%।
➤বর্তমানে বিশ্বের *৫০ টির বেশি দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি।
➤আল্লাহ পাক রাব্বুল আলামিন এর মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম।
কিছু প্রশ্ন ও তার উত্তর :
প্রশ্ন :পৃথিবীতে বর্তমানে কতজন কোরআনের হাফেজ রয়েছে ?
উত্তর : সাড়ে *৬ কোটির বেশি কোরআনের হাফেজ রয়েছে।
প্রশ্ন :পবিত্র আল কুরআন এর সর্বপ্রথম হাফেজ কে?
উত্তর :আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ(সাঃ) ।
প্রশ্ন :জামিউল কুরআন(কুরআন একত্রকারী) কার উপাধি বা কাকে বলা হয় ?
উত্তর :ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গণি (র:) ।
প্রশ্ন :হাফেজ শব্দের অর্থ কি?
উত্তর : হাফেজ শব্দের অর্থ রক্ষক ।
প্রশ্ন :আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ অর্থ এর কী ?
উত্তর :আল্লাহ হাফেজ অর্থ আল্লাহ হেফাযতকারী।
প্রশ্ন :আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ এটা কি বিদায়ের সময়ে বলা যাবে?
উত্তর :বিদায়ের সময়ে বলা যাবে।
★ আমাদের এই পৃথিবীতে সৃষ্টি শুরু থেকে অনেক মানব সিষ্ট ধর্ম এসেছে তবে টিকে থাকতে পারেনি, কারণ সব ধর্ম ছিল মানব সিষ্ট ও মিথ্যা ধর্ম।
আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকল কে জানার ও মানার তৌফিক দান করুক ।
এই ছিল “ইসলাম সম্পর্কে কিছু জানা অজানা তথ্য” সম্পর্কে আমাদের ছোট একটি প্রতিবেদন।