দিরিলিস আরতুগ্রুল সিজন ৩,৪,৫ কেন বাংলা ডাবিং করা হয় নি ?
আপনারা অনেকেই হয়তো জানেন না যে দিরিলিস আরতুগ্রুল বাংলা ডাবিং করা করে ছিল এবং কোনো সব সিজন ডাবিং করে নি । আজকে এ বিষয়টি আপনাকে পরিষ্কার করে দিবো ইনশাআল্লাহ।
দিরিলিস আরতুগ্রুল” ডাবিং করে প্রচার করেছে মাছরাঙা টিভি যার মালিক হিন্দু এবং খ্রীষ্ঠান! মালিকের নাম অঞ্জন চৌধুরী এবং স্কয়ার গ্রুপের মাছরাঙা টিভি কে নিয়ন্ত্রণ করে আর স্কয়ার গ্রুপের Founder স্যামসন এইচ চৌধুরী। এরা মূলত বাম সমর্থক, সুবিধাবাদী এবং টিভি টি বিশেষ ভাবে কোন দলের নাম বললে চাকরি থাকবে না আপনারা বুঝে নিয়েন!!
আচ্ছা আপনারা কি মনে করেন মুসলিমদের সোনালী ইতিহাস এরা সঠিক ভাবে প্রচার করবে? এদের কাছে কি মুসলমানদের গৌরব মাখা ইতিহাস নিরাপদ? এবং দিরলিসে দেখানো খ্রীষ্ঠান নাইটদের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তাদের নিষ্ঠুরতার তারা সঠিক ভাবে প্রচার করবে?
দিরলিস-আরতগ্রুল সিজন ৩,৪,৫ ডাবিং না হওয়ার পিছনে SRK Studios ঢালাও ভাবে যারা নিঃশার্থ ভাবে দিরলিস-আরতগ্রুল এই সিরিজের প্রচারণায় অংশ নিয়েছিল তাদের দায়ী করেছে। সাথে সাথে তাদের কে আখ্যায়িত করা হয়েছে চুর হিসাবে।
প্রশ্নঃ দিরিলিস আরতুগ্রুল সিজন ৩,৪,৫ বাংলা ডাবিং ভবিষ্যতে পাওয়া যাবে কি না?
উত্তরঃ সম্বাবনা আছে ,
যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলা ডাবিং এর অনুমতি নিয়ে সম্পচার করে তাহলে।
দিরিলিস আরতুগ্রুল এর কিছু রেকর্ড
এওয়ার্ডঃ ৯ টি এবং ৩৩ টি মনোয়ন ,
রেকর্ডঃ ২০১৪ -২০১৯ পর্যন্ত তুর্কি টিভি সিরিজের মধ্যে প্রথম স্থান অর্জন
Imdb(ইন্টারন্যাশনাল মুভি ডাডাবেজ) য়ে তুর্কি সিরিজে প্রথমে রয়েছে,
গিনেস বুক রেকর্ডে নাম লেখিয়েছে দিরিলিসঃ
এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছে উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শ্রেষ্ঠ ড্রামা সিরিজ ক্যাটাগরিতে এই সম্মানজনক মনোনয়ন পেয়েছে আলোচিত এই সিরিজটি।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এ পর্যন্ত সিরিজটি থেকে আয়কৃত লভ্যাংশের পরিমাণ ১ শ কোটি ডলার ছাড়িয়েছে। গোটা বিশ্বে অন্তত ৩৯ টির ও বেশী ভাষায় ডাবিং হয়েছে দিরিলিস আরতুগ্রুল।
এছাড়া পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে সম্প্রচারের জন্য উর্দু ভাষায় প্রথম রমযান থেকে প্রতিদিন এক পর্ব করে ডাবিং প্রচারিত হচ্ছে ।
ইউটিউব রেকর্ড ভেঙে ফেলেছিলো প্রথম পর্ব প্রচারের পর ১ কোটির উপরে দর্শক দেখেছেন এবং যেখানে নরমালী পিটিভির সদস্য ৪০ হাজারের মতন ছিলো সেখানে দিরিলিস প্রচারের পর এ পর্যন্ত প্রায় ৬০+ লাখ সদস্য হয়েছেন ৷
যদি একমাসের মধ্যে ৬৬ লাখ সদস্য হয়ে যেত তাহলে ইউটিউবের সমস্ত রেকর্ড ভেঙে দিতো ৷
সারাবিশ্বের অন্ততপক্ষে ৩ শ’ কোটি দর্শক (সারা বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক) আলোচিত এই সিরিজটি দেখেছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।
ইউটিউব ও এখন দিরিলিস আরতুগ্রুল বাংলা ডাবিং দেখতে পারবেন । দেখতে ভিজিট করুন:https://www.youtube.com/channel/UCE9aap_cCPu9vYah8CKyxEQ?sub_confirmation=1