হাশরের ময়দানের কিছু প্রশ্ন
যে প্রশ্ন গুলো আল্লাহ ( S.W.T) মানুষদের করবেন সেগুলো নিচে উল্লেখ করা হল
(১) প্রশ্ন করা হবে
কান, চক্ষু ও অন্তর সম্পর্কে
সূরা বনি ইসরাঈল ৩৬
(২) কুরআন সম্পর্কে সকলকে প্রশ্ন করা হবে
সূরা ঝুখরুফ ৪৪।
মন্তব্য: ভেবে দেখার বিষয় হল
যখন আল্লাহ (S.W.T) প্রশ্ন করবেন যে তোমাদের জীবন ব্যবস্থার জন্য আমি যে কুরআন দিয়েছিলাম তা কি পড়ে দেখেছো ?
(৩) প্রশ্ন করা হবে মুত্তাক্বীদেরকে
যে তোমাদের রব কি নাযিল করেছিলেন ?
তারা বলবেঃ মহা কল্যাণ অর্থাৎ আল-কুরআন
সূরা নাহল ৩০
(৪) প্রশ্ন করা হবে আয়াত সম্পর্কে
তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করে শুনানো হত না ?
সূরা মু’মিনুন ১০৫
(৫) প্রশ্ন করা হবে আয়াত সম্পর্কে যে
তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতে রাসূলগণ আসেনি যারা তোমাদের
কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করতেন ?
সূরা আন’আম ১৩০
(৬) প্রশ্ন করা হবে
আয়াত প্রত্যাখ্যান করে অন্যকিছু করেছিলে কি ?
সূরা নামল ৮৪
(৭) প্রশ্ন করা হবে
আয়াত না মেনে অহংকার করেছিলে কি ?
আমার আয়াতগুলো কি তোমাদের কাছে পাঠ করা হয়নি ?
সূরা জাসিয়া ৩১
ব্যতিক্রম একটি
(৮) জাহান্নামের রক্ষি ফেরেশতা গন আল্লাহর আয়াত সম্পর্কে প্রশ্ন করবেন। (কাফিরদের)
সূরা যুমার ৭১
(৯) প্রশ্ন করা হবে
সমস্ত মানুষকে আল্লাহর বাণী সম্পর্কে
এবং সমস্ত রছূলগণকেও আল্লাহর বাণী পৌঁছে দেয়া সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করা হবে।
সূরা আ’রাফ ৬
(১০) প্রশ্ন করা হবে
তোমরা রাসূলগণকে কী জবাব দিয়েছিলে ?
সূরা কাসাস ৬৫
(১১) প্রশ্ন করা হবে
মিথ্যা উদ্ভাবন সম্পর্কে এবং যারা নিজেদের পাপের বোঝা এবং অন্যের পাপের বোঝাও বহন করবে তাদেরকেও
সূরা আনকাবূত ১৩
মন্তব্য অনেকেই ইসলামের মধ্যে বিভিন্ন মিথ্যা বিধান উদ্ভাবন করেছে
আবার কেহ কেহ তা শক্ত করার জন্য রাসূল (সা:) নামও ব্যবহার করেছে
এই সমস্ত বিষয়ও আল্লাহ সেদিন প্রশ্ন করবেন
(১২) আল্লাহ (S.W.T) নিজেই নিজের শপথ করে বললেন
আল্লাহর কসম!
তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমরা যে মিথ্যা রটাচ্ছ সে ব্যাপারে
সূরা নাহল ৫৬
(১৩) প্রশ্ন করা হবে
নিয়ামত সম্পর্কে
সূরা তাকাসুর ৮
মন্তব্য আল্লাহ (S.W.T) আমাদের এত নেয়ামত দিয়েছে
এই সব নেয়ামতের সুকরিয়া কোথায়!
(১৪) প্রশ্ন করা হবে
ভোগবিলাসপূর্ণ জীবন সম্পর্কে।
যেমন- ভোগবিলাসপূর্ণ জীবনধারণ গল্পগুজব বিত্ত সম্পদশালীরা আল্লাহর আয়াতের প্রতি অহংকার, এবং আল্লাহর বাণী নিয়ে চিন্তা-ভাবনা না করে অন্য যা কিছু মান্য করে চলে
সে সম্পর্কে আল্লাহ অবশ্য অবশ্যই প্রশ্ন করবেন।
সূরা মু’মিনুন ৬৪-৬৮
(১৫) প্রশ্ন করা হবে
মানুষ যা কিছু করে সে সম্পর্কে।
সুরা নাহল ৯৩
(১৬) প্রশ্ন করা হবে
তোমার রবের কসম আমি তাদের সকলকে অবশ্যই জিজ্ঞেস করব
তারা যা করত সে সম্পর্কে।
সূরা হিজর ৯২:৯৩
(১৭) প্রশ্ন করা হবে
দীর্ঘ জীবন সম্পর্কে যে জীবনে সৎকর্ম করেছো কিনা ?
সূরা ফাতির ৩৭
(১৮) প্রশ্ন করা হবে
এতিমের সম্পদ ও অঙ্গিকার বা ওয়াদা সম্পর্কে।
সূরা বনি ইসরাঈল ৩৪
(১৯) প্রশ্ন করা হবে
কোথায় আমার শরীকরা যাদের ব্যাপারে তোমরা (মুমিনদের) বিরোধীতা করতে ?
সূরা নাহল ২৭
(২০) প্রশ্ন করা হবে
তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তারা কোথায় ?
সূরা ক্বাসাস আয়াত ৬২ এবং ৭৪
(২১) প্রশ্ন করা হবে
কিয়ামত সম্পর্কে এটা (কিয়ামাত) কি সত্য নয় ?
সূরা আন’আম ৩০
আল্লাহ (S.W.T) আমাদের বোঝা,সুনা ও আমল করার তৌফিক দান করুক